অন্তরে মোর বিষের বাঁশি
লোক সমুখে তবু হাসি।
হাসির মাঝে দুঃখ ভুলি
ফুল ভেবে নেই কাঁটা তুলি,
রক্ত ঝরাই বুকে।
"জানু"থাকনা তবু সুখে।


আমি কি আর তেমন ধনী,
সুখের দামে দুঃখ কিনি?
মিথ্যে প্রেমের পসরা থাকে
ফানুশ নামের আবির মেখে,
মরছি ধুকে ধুকে।
"জানু"থাকনা তবু সুখে।


আমার কি আর কান্না মানায়?
আপন মানুষ খর্গ শাণায়।
দুঃখ পাবার নেইকো কারণ,
করবো না আর শাসন-বারণ,
রাখবো না আর রুখে।
"জানু"থাকনা তবু সুখে।।
--------++++++---------