এভাবে কি মানুষ বাঁচে,
নাকি এভাবে বাঁচা যায়?
ময়না তদন্তের নামে অর্ধগলিত লাশের মাথা থেকে যৌনাংগ অব্ধি  চীড়ে ফেলে ডোম,ভোতা ছুরি দিয়ে।
তারপর পরীক্ষা চলে,
যকৃৎ,ফুসফুস,হৃৎপিন্ড,এক এক করে সব।
খুঁজে দেখা হয় আঘাতের ক্ষত।
ওরা লাশের ছুরত হাল করে।
আর তুমি?তুমি আপাদমস্তক চীড়ে ফেলেছ জ্যান্ত আমায়।
অপরাধ!তোমায় ভালবাসি বলে।


অনেক হয়েছে, আর না।
তোমার জন্য আমি চণ্ডীদাশ হতে পারব না,যে শুকনো পুকুরে বার বছর বর্ষী বেয়ে বেড়াব।
তুমি কি আমায় ঘায়ের মাছি ভেবেছ,নাকি নর্দামার কীট?
নাকি ভেবেছ গম ক্ষেতের ক্ষুধার্থ চড়ুই?
যে কিনা শত তাড়া খেয়েও সামান্য উদর পূর্তির জন্য গোগ্রাসে গিলে বিষাক্ত বাসুডিন?


আমি আজ বড় ক্লান্ত,পরিশ্রান্ত।
কোন ক্রমেই মিলেনা জীবনের হিসেব।
দুর্দান্ত যৌবনের বারটি বছর মুছে দিয়েছে এক মরুহীন মরিচিকা।
আজ গোলাপের মাঝে পাই পোড়া মাটির গন্ধ।
দক্ষিণা বাতাস আর জোনাকির আলো-আলোরিত করে না অন্তপুর।
হৃদয় স্পন্দিত হয়না পূর্ণিমার চাঁদে।
আর কোন চেয়ে থাকা নয়,নয় কোন প্রতিক্ষা তোমার প্রত্যাবর্তনের শেষ ষ্টেশনে।


------------+++++++++--------------