সব কাজ শেষটায়
ঠিক রাত দশটায়
সেলফোন বেজে ওঠে সুমধুর,
তার মুখ, তার হাসি
কথা দেয়া রাশি-রাশি
নিয়ে যায়  প্রতিরাতে বহুদূর।


কবরীর মাঝে ফুল
মাঝেমাঝে খোলা চুল
খেলা করে কপালের মাঝটায়,
আদরের নামে ডাকি
অপলক চেয়ে থাকি
রাত কিবা ঝিঁঝিডাকা সাঁঝটায়।


গোলাপের মতো ঠোঁট
কলিজায় লাগে চোট
খুন হই  প্রতিদিন  কতবার,
তার চোখে চোখ রাখি
অবিরত  মাখামাখি
দিশেহারা হয়ে যাই শতবার।


ঠিক  যেন  মনচোর
জেগে করি রাতভোর
প্রতিদিন  কতশত  আলাপন,
অভিমান - খুনসুটি
নেই শেষ নেই ছুটি
যেন কতো সুখমাখা জ্বালাতন।


এ চাওয়ার নেই ক্ষয়
নেই  লাজ নেই  ভয়
আছে শুধু প্রেমময় আহ্বান,
চেয়ে থাকা অবিরত
উপশম  হবে  ক্ষত
এলে সেই  মিলনের মধুক্ষণ।