স্রোতের বিপরীতে দাঁড় টানতে টানতে
আজ বড়ই ক্লান্ত আমি,নিষ্পেষিত বাহুদ্বয়।
দুস্তর পারাবারে ফেনায়িত সফেদ
তরঙ্গরাশির ক্রমাগত সর্পিল আক্রমণ।
শুধুই শুনি গগনবিদারী গর্জন।
শিলাবৃষ্টিতে ছিঁড়ে গেছে পাল,
জলের তাণ্ডবে খোয়া গেছে কম্পাস।
অমঙ্গলের মেঘপুঞ্জ যেন গ্রাস করছে
ভাগ্যাশের একমাত্র ধ্রুবতারা।
শুকিয়ে গেছে কান্নার নদী।
নির্লিপ্ত জোড়া চোখের মলিন কার্নিসে
লেগে আছে রক্তের ছোপছোপ দাগ।
সুদূর সীমানায়, দিগন্তরেখার ওপারে
কেবলই দেখি মরিচিকার হাতছানি।


তবুও নীলয়ের বিবর্ণ ক্যানভাসে
সহসাই উঁকি দেয় কোন নিটোল
লাস্যময়ীর হাস্যোজ্জ্বল মুখ।
আমি অমোঘ প্রচেষ্টায় দাঁড় টানি
অবিরাম।
নির্ঘুম রাত্রির শেষে একটা স্বর্ণোজ্জ্বল
প্রভাতের প্রাণান্ত প্রত্যাশায়।  
--------+++++++----------