এই দেশেরই সাগর-নদী প্রাণের কথা বলে,
ঝর্ণা যেথায় আপন বেগে কলকলিয়ে চলে।
সাগর জলে সূর্য ডোবে আকাশ লালে ঢাকা,
গাঙচিলেরা নীল আকাশে মেলছে স্বাধীন পাখা।
কৃষক ফলায় সোনার ফসল মনের সুখে মেতে,
কৃষাণী যায় নিত্য সেথায় পান্তা নিয়ে ক্ষেতে।
নবান্নে সুখ সবার মনে, ভাটিয়ালি গাই,
আমার দেশের মত এমন দেশ তো কোথাও নাই।


সবুজ পাহাড় যেথায় অনেক আদিবাসীর বাস,
মনের সুখে করছে সেথায় চা পাতারই চাষ।
পাঠশালাতে সোনামণির মুখে চাঁদের হাসি।
মাঠে চরে গরু-ছাগল রাখাল বাঁজায় বাঁশি।
নৌকা চলে নদীর বুকে,নদীমাতার দেশ।
ফুল ফসলে পূর্ণ হেথায় নেই তো রূপের শেষ।
এই দেশেরই রূপের কথা বলব কিরে ভাই,
আমার দেশের মত এমন দেশ তো কোথাও নাই।


মুয়াজ্জিনে আজান হাঁকে নিত্য মিনার থেকে,
গাঁয়ের বধূ কলসি কাঁখে যায় যে এঁকে বেঁকে।
রোজ সকালে পাখির ডাকে ভাঙে সবার ঘুম,
শীতের দিনে মিষ্টি রবি দেয় কপালে চুম।
শিশুর মুখে মায়ের আদর বাবার কোমল বকা,
সব ধর্মই একসাথে বাস,সবাই যেন সখা।
গরিব - ধনী সবাই মিলে ঈদের মাঠে যাই,
আমার দেশের মত এমন দেশ তো কোথাও নাই।
-----------+++++++++++-----------