আমার মা তখন অন্তঃসত্ত্বা।
খড় কুটোর সংসারে লেগেই আছে
আজন্ম কোন্দল।
অবিবেচক বড় কর্তার অন্যায় আচরণ  
আর স্বেচ্ছাচারিতার একচোখা নীতিতে
উচ্ছন্নে যাবার উপক্রম আমাদের ঘর ও গেরস্থালী।
প্রতিহিংসার দলন-পেষণে হাড্ডি চর্মসার
এক নারীমূর্তি তখন আমার মায়ের অবয়ব।


জুলুমবাজের সাথে একান্ন সংসার চাইনা আমি।
নিজের শিক্ষা,সংস্কৃতি আর ঐতিহ্য নিয়ে নিজের
মত করে বাঁচার প্রয়াসে শুরু হল যুদ্ধ।
সেই অগ্নিঝরা ফাগুনে এক বুক আগুন
নিয়ে গর্ভবতী হল মা।
মায়ের জীর্ণ-শীর্ণ শরীরে শুরু হল পাশবিক নির্যাতন।
দানবের মত সারি সারি ট্যাংক দলিত করলো
মায়ের আপাদমস্তক।
এস এম জি,এস এল আর এর তপ্ত ব্যারেল
ঝাঁঝরা করলো মায়ের তৃষ্ণার্ত বুক;
যেন উইপোকায় খাওয়া পুরনো দলিল।


পৈশাচিক নির্মমতার বিরুদ্ধে আমৃত্যু প্রতিবাদে ফেটে পড়ল মায়ের সংগ্রামী ঔরস।
গর্ভাবস্থার নবম মাসে অজস্র রক্তক্ষরণে
প্রসব বেদনায় মা কাতর তখন।
রোদে জলে পোড়া পাণ্ডুর মা রক্তাক্ত
বসনে প্রসব করল নাড়িছেঁড়া ধন,
১৬ই ডিসেম্বর ভূমিষ্ঠ হলো "স্বাধীনতা "
---------+++++++++---------