সনেট,
মিল বিন্যাসঃ
অষ্টকঃ কখখক # কখখক
ষটকঃ গঘঙ # গঘঙ
*****************************
কে গো যায় ফিরে চায় পায়ে দিয়ে মল,
ঘোমটার আবডালে যেন সোনামুখ,
রূপসী প্রিয়ারে দেখি,কাঁপে মোর বুক,
ষোড়শী বদনে তার রূপ টলোমল।
কলসে ভরিয়া আনে যমুনার জল,
হেরিয়া তাহারে লভি বুক ভরা সুখ,
কেটে যায় অবসাদ বাঁধ ভাঙা দুখ।
লাজ রাঙা চাঁদ মুখে জোয়ারের ঢল।


চেয়ে থাকি বাতায়নে প্রিয়া আসে যদি
কোথা যেন উড়ে গেল সেই প্রিয় পাখি,
প্রিয়জন প্রিয়মুখ কেন যে হারায়
কূল ভাঙে অবিরত নোনা জলে নদী।
তবে কি সে ভুল বুঝে দিল মোরে ফাঁকি?
আজো থাকে ভেজা চোখ তার পাহারায়।
-----------+++++++---------