আমার প্রেমিক আত্মার সব থেকে স্পর্শকাতর ইন্দ্রিয় দিয়ে তোমাকে ভাল বাসতে এসেছিলাম।
জৈবিক কোন মোহ কিংবা মায়াতে নয়,
এটা পরম সত্য,এটা ছিল সর্গীয়।
এই যে তাকাও,তোমাকে এক মুহুর্ত দেখার আজন্ম বাসনায় আমার তৃষ্ণার্ত যে চোখ তোমার পথ প্রহরায় আত্মাহুতি দিতে সদা প্রস্তুত, সেই পবিত্র চোখ ছুঁয়ে বলছি।
আমি তোমার জীবন সাঁজাতে এসেছিলাম,কাঁদাতে নয়।
তোমাকে অলংকৃত করতে এসেছিলাম,কলঙ্কিত করতে নয়।
তোমাকে গড়াতে এসেছিলাম,ভরাতে এসেছিলাম, অনাকাঙ্ক্ষিত কোন কষ্টে জড়াতে নয়।
জ্বালাতে নয় বরং জ্বলতে এসেছিলাম,মালায়,বালায় তোমাকে সাঁজাতে এসেছিলাম,বিশ্বাস কর।
আমি ব্যর্থ,তোমার মোহময় আত্মার দুর্ভেদ্য প্রাচীরের দ্বারে সর্বশক্তিতে সহস্রবার কড়া নেড়েও আমার প্রবেশাধিকার মেলেনি।
আমার দিকে তাকালেনা পর্যন্ত একটি বার।
আজ আমি ক্লান্ত,বড়বেশী পরিশ্রান্ত।
আমাকে পরাজিত সর্মাট বলতে পার।
সম্রাজ্য আর সম্রাজ্ঞী সব খুঁইয়ে আজ আমি দেউলিয়া প্রায়।
অথবা বলতে পার কোন পথ ভোলা নাবিক।
প্রবল ঝড়ের দুর্দান্ত দাপটে যার বিদ্ধস্ত জাহাজ।
দাড়হীন ভাঙা মাস্তুলে যে চালিয়ে যাচ্ছে তীরে ফেরার ব্যর্থ প্রয়াস।
হালের আধা ফাটা জোড়া দিয়ে চুইয়ে চুইয়ে ভিতরে ঢুকছে জল।
দিশেহারা আমি ভেসেই চলেছি নিরন্তর, অজানার পথে।
সলিল সমাধি হতে আর খুব বেশী বাকী নেই।
হয়ত মাছের আহার হব,অথবা খুধার্থ হাংগর গিলে ফেলবে আস্ত আমায়।
জীবন মরনের এই সন্ধিক্ষণে সম্বল শুধু মহা সমুদ্রের গগন বিদারী গর্জন আর আমার প্রথম দেখা পাষাণ প্রিয়ার মায়াবী মুখের প্রতিচ্ছবি।।
------------+++++------------