এতোটা দিন খুব হেঁটেছি স্বপ্নলোকে।
লোকলজ্জার মাথা খেয়ে নগ্ন পায়ে উদোম গায়ে।
পাড়ি দিলাম বালিয়াড়ি
মলয় সাগর ভেলায় চড়ি।
খুব বেয়েছি একলা পাহাড়,খাড়া ঢালে।
পিছলে পড়ি,আবার উঠি
স্বর্গসিড়ির নেশায় পড়ি।
রঙ যে ছিল চোখের তারায়,পাগল পারায়।
অনেকটা দিন বৃথাই গেল।
মরিচিকার অতল ভ্রমে ক্রমেক্রমে
খুন করেছি স্নায়ু আমার নিজের ভুলে।


এখন পায়ে রক্ত ঝরে
চোখের পারায় বৃষ্টি পড়ে
গ্রীষ্ম শীতে দিন কি রাতে অবিরত।
প্রবঞ্চনার ভাটার ধোঁয়া
ঠিক দেখেছি নীল চাঁদোয়া, প্রেমের চোখে।
দোয়েল ভেবে বুক ভরেছি নাগের শীশে।
ভিতর বাহির সব পুড়েছি দুর্বলতায়,
করুণ বিষে।
---------++++++--------