গভীর ঘুমে স্বপ্নে দেখে তাকে,
হারিয়ে গেলাম জোড়া ভুরুর বাঁকে।
মানবী নয়, জীবন্ত এক পরী,
পাগল করা রূপ যে  আহামরি।
কেমন করে ভোলায় আমায় ভুলে
এ মন এখন তার ইশারায় দুলে।
কথার বানে হই যে বিমোহিত,
হারিয়ে যাবার ভয়েও থাকি ভীত।


এক স্বপ্নেই রাত হয়ে যায় ভোর,
দু'চোখ থেকে যায় না তবু ঘোর।
পাই না খুঁজে হারিয়ে যাওয়া পথ,
বিফল হল গোপন মনোরথ।
এক জনমে না যদি মোর হবে,
ঘুমের ঘোরে আসলে কেন তবে?
মন ভুলানো স্বপ্নে দেখা নারী,
তোমার সাথে জনম জনম আড়ি।
               ********