শুধু ভালোবাসি বলে
                     - ইয়ামিন বসুনিয়া
                              
তুমি যদি বলো সূর্যটা আজ গিলে ফেলেছে চাঁদে,
হিমালয়টাকে নিজ হাতে আমি তুলে রেখেছি ছাদে।
নয় যদি বলো ছায়াপথটাকে লুকিয়েছি করতলে,
সব কথা আমি বিশ্বাস করি,শুধু ভালোবাসি বলে।


তুমি বললেই আমি বাঘের সাথে লড়তে পারি পাঞ্জা,
মুখে বললেই জয় করে নেব হারিকেন,ঝড়,ঝঞ্ঝা।
তুমি চাইলেই আমি রামধনু এনে পরিয়ে দিব গলে,
এতকিছু আমি করতে পারি,শুধু ভালোবাসি বলে।


যদি এসে বলো প্রশান্ততে জল নেই এক তিল,
পরখ করে দেখবো না গিয়ে তোমার কথার মিল।
নয় যদি বলো সূর্যের তাপে পৃথিবীটা গেছে গলে,
বিনা বাক্যে মেনে নেব সব,বিশ্বাস করি বলে।


তুমি চাইলেই অক্সিজেনকে দিতে পারি আমি আড়ি,
মুখে বললেই মরু সাহারা খালি পায়ে দেব পাড়ি।
তুমি বললেই মাঘের শীতে রাত কাটাবো জলে,
সবকিছু আমি মেনে নিতে পারি,শুধু ভালোবাসি বলে।


সব মেনে নিব শুধু মানবো না আমার সাথে ছল,
এক নিমিষেই সব উবে যাবে,ধরা করে দেব তল।
আমার এ প্রেম সত্য যেমন সত্য চন্দ্র তারা,
প্রেমের জন্য জীবন দিতে এক পায়ে আমি খাড়া।।
---------------++++++------------------