পেত্রার্কীয় সনেট
মিলবিন্যাস=অষ্টক (কখখক,কখখক)
                 =ষটক-২টি (গঘগঘ ঙঙ)
****************************
হাড়ি ভরা রস নিয়ে শীত এলো ওই,
সবে খেল মগ ভরে রস কি যে মিষ্টি,
এ যে হল বিধাতার এক মহা সৃষ্টি,
শেষ হল তাজা রস কই তোরা কই।
রস দিয়ে ক্ষীর খাবো সাথে মুড়ি খই,
চোখ থাকে পাতিলেই সরে নাতো দৃষ্টি,
শুরু হলো ঝমাঝম শীত নামা বৃষ্টি,
জলে ভিজে বাড়ি এলো সখা আর সই।


বড়লোক ক্ষীর খায় আর গায় গীত,
পথশিশু দেখ ওই গায়ে দিয়ে বস্তা,
গরীবেরা মরে বাঁচে হাড়কাঁপা শীত,
তোমাদের মানবতা কেন এতো সস্তা!
পরকালে ক্ষমা পাবে পড়ে দেখ শাস্ত্র,
অসহায় শীতাতুরে দিলে শীত বস্ত্র।
---------+++++++----------