ওই যে দূরে  তালের সারি
     আকাশ যেথায় নীল,
বাবলা গাছের ছায়ায় ঘেরা
       পদ্ম  ফোটা  বিল।


তেপান্তরের  মাঠ পেরিয়ে
     ছোট্ট  সবুজ  গাঁও,
দেখবে গেলে  নদীর ঘাটে
     রঙিন পালের নাও।


মেঠোপথে  ঠাঁয়  দাঁড়িয়ে
      বুড়ো  ছাতিমগাছ,
জিরিয়ে না হয় একটু নিও
    শুদ্ধ  হাওয়ায় শ্বাস।


সব  ধর্মের  সকল  মানুষ
     সবাই যেমন ভাই,
সবাই থাকেন  উদার মনে
    ঝগড়া বিবাদ নাই।


চোখ জুড়াবে ক্ষেতের মায়া
      আসলে মোদের গাঁয়,
ছেলের মতো করবে আদর
     দেখলে আমায় মা'য়।