সইতে নারি এমন প্রেমের ভার
তোমায় বোঝে,সাধ্য আছে কার?
তোমার কাছে আমি অবোধ শিশু
বুঝবেনাতো তোমায় স্বয়ং যিশু।
তুমি হচ্ছ অ-থৈ জলের মাছ,
থৈ খোঁজা কি এতই সহজ কাজ?


তুমি আমায় ভাবছ যখন যা,
ডিমের ভিতর যেমন পাখির ছা।
অবুঝ শিশু যেমন মায়ের কোলে
এক ধমকেই মরণ কান্না ভোলে।
ভালোবেসে আকাশ ভরাও তারায়,
ইচ্ছে হলেই পুড়িয়ে মারো খরায়।


প্রতীক্ষাতে কাটই কতো রাত,
এক ধমকেই বানাও কুপোকাত।
ভয়েই মরি শুনলে তোমার ভাষণ,
এরচে' ভালো স্বৈরাচারী শাসন।
তোমার আছে রপ্ত ষোলোকলা,
অন্ধপ্রেমে আমি আত্মভোলা।


কসম করে বলছি তোমায়,সত্যি
আমার প্রেমে খাঁদ নাই একরত্তি।
ভুলগুলো সব করেই দিও ক্ষমা
এ মন তবু তোমার কাছেই জমা।
রাখলে তুমি রাখতে পারো বুকে
নয়তো আমার মরণ ধুকে-ধুকে।
---------+++++--------