মনরে  আমার  বলছি  তোকে
        থামবি  কবে  তুই,
আজও ঠেলিস গায়ের জোরে
       অন্য লোকের ভুঁই।


নিজের  ধনে  হয় না রে  তোর
       পরের  দিকে  চাস,
তাই  মেটাতে   মনের  খায়েশ
        উলটো পথে  যাস।


আর  কতকাল  করবি রে  তুই
        মনের  তাবেদারী?
কান পেতে শোন বাঁশের ঝাড়ে
       ডাকছে কবরবাড়ি।


তাই  তো  বলি  সব  ছেড়ে  দে
         তওবা করি  আয়,
রোজার  মাসে  ক্ষমা  চাওয়ার
         সময়  চলে  যায়।


দিনেরবেলায়   সিয়াম   রেখে
       হাদিস কোরান পড়,
তাহাজ্জুদে   চোখ   ভিজিয়ে
       ক্ষমার  দোয়া  কর।


মাফ  চেয়ে নে খোদার  নিকট
      কমাও পাপের বোঝা,
হতেও  পারে   তোর   জীবনে
      এটাই শেষের রোজা।
      ------++++-----