ধরো  তুমি   খুন   দেখেছ
নয় সমাজের  ঘুণ দেখেছ
    খুলবে  নাকো  মুখ,
    বাড়বে তোমার দুখ।


যদি কোথাও করছো নালিশ
তোমার নামে  বসবে সালিস
     গলায়   জুতার  মালা
    বাড়বে তোমার জ্বালা।


হোকনা  হাজার  খুন- ধর্ষণ
রাখো  তোমার  ন্যায়  দর্শন
       বিকাও  মানবতা
      গুটিয়ে নীতিকথা।
    
জ্ঞানেন্দ্রিয়ে  তালা  ঝুলাও
ওদের পায়ে হাতটা বুলাও
     ভাববে না একরতি
      পাবে   পদোন্নতি।


নেতা  কি বা  আমলা বলো
চোখটা  শুধু সামলে  চলো
     দেখলে  তেমন কিছু
     লাগবে তোমার পিছু।


কোথাও  যদি  উল্টো দেখো
মুখটা  তোমার   বন্ধ রেখো
       থাকতে  হলে  সুখে
       লাগাও তালা মুখে।
       -----++++-----