আশা নাকি দুরাশায়
      রাত আসে দিন যায়
            নিষ্ক্রিয় অনুভূতি আজ।
অতীতের প্রেম প্রীতি
     সে সব সকলি স্মৃতি
           ব্যথা দেয়া যেন শুধু কাজ।


মানে কি বা অভিমানে
      জানি না তো খোদা জানে
            ভুল বুঝে চলে গেছ দূরে।
রাগে নাকি অনুরাগে
     পোড়া বুকে প্রেম জাগে
           বুঝি না তো কেন ঘুরে ঘুরে।


তোর মুখ তোর হাসি
      তোর বিষ তোর বাঁশি
             তোলপাড় করে চারিপাশ।
না হবি আমার যদি
      কেন তবে নিরবধি
             এসে শুধু ব্যথা দিয়ে যাস!