কোটিপতি এই শুনে যাও
   একটা পুরান খবর,
জানো  তুমি দিনে কতবার
  ডাকছে তোমার কবর।


ধান্ধাবাজির বহুত টাকা
  ব্যাংকে তোমার জমা,
ভাবছ বুঝি খুব সহজেই
  মিলবে তোমার ক্ষমা?


পেশির জোরে খাচ্ছ মেরে
      গরিব দুঃখীর হক,
তোমায় দেখে যায় না চেনা
       বদ হারামী ঠগ।


তুমি  আবার  সমাজপতি
      বিশাল বড় নেতা,
মিষ্টি কথায় ধান্ধা তোমার
     ইলেকশনে জেতা।


ভোটের আগে তকমা লাগাও
       ন্যায় নির্ভীক সৎ,
আযাযীলও  নয়তো  বুঝি
     তোমার মতো বদ।


ঘুষ না দিলে ফাইল চলে না
      দামী তোমার সাইন,
একটা কলম ধরতে লাগে
     লক্ষ কোটি  ফাইন।


কার লাগিয়া জীবন দিলা
     অবৈধ সব কামে,
হারাম পুষ্ট শরীর তোমার
     পুড়বে জাহান্নামে।


সদকা ফিতির জাকাত দেয়ার
       সময় এলো আজ,
তওবা  কর  করবে না  আর
     এমন খারাপ কাজ।
-------++++++--------