ঘাতকের ছোঁড়া তীর
বুক    করে   চৌচির,
মরে যায় অসহায় বন্য।
       ভাবে না তো ক্ষতি-লাভ,
       পূণ্য  বা  হোক  পাপ,
        সুখ পায় ক্ষণিকের জন্য।


হোক সে  ক্ষুদ্র অতি
প্রেয়সী বা কার পতি,
তার প্রেমে নেই কোন তুল্য।
        তোমার  কপট  বুক,
        কেড়ে নিল তার সুখ,
        পেল না সে জীবনের মূল্য।


সাজে কত প্রিয়জন
সমুখে  ভেজায়  মন
প্রস্তুত চিরে দিতে বক্ষ।
        দু'কদম পিছে গেলে
        অগোচরে বিষ ঢালে
        হেন কাজে এতটাই দক্ষ।


ভালোবেসে মিঠা বুলি
পিরিতে   ভরায়  ঝুলি
তুমিহীনা যেন এক নিঃস্ব।
       অথচ  সে  মিছে কয়
       তোমাতে সে খুশি নয়,
       লাগে তার পুরোটাই বিশ্ব।
      
ধারে না তো কোন ধার
ব্যথা   দেয়   বারবার,
তার নীতি এতটাই শক্ত।
        তোমার  বুকের  ঘা'য়
        তার কি বা আসে যায়,
        যাক বয়ে অবিরাম রক্ত।
        ------+++++-----