অবহেলায় আর যা বাঁচুক,প্রেম বাঁচে না,
আসল প্রেমিক মনটা খোঁজে,রূপ যাচে না।
এক পসলা দেখতে হাসি ঠোঁটের কোণে,
বিনিদ্র রাত একলা জেগে স্বপ্ন বোনে।
যে তোর জন্মদিনে রক্ত বেঁচে গোলাপ কেনে,
তোর খুশিতে রাখতে রাজি জীবন ঋণে।
প্রাণের কথা বলতে এসেও থাকতো  ভয়ে,
প্রায়শই তোর এক ধমকে পড়তো নুয়ে।
দোষটি তাহার আর কিছু নয়, ভালোবাসা,
তোর বুকের ভাঁজে মুখ গুঁজিয়ে বাঁচার আশা।
তুই তাকেই ভাবিস ঘায়ের মাছি, অহংকারে,
যতই তাড়াস ক্ষণিক বাদে আসবে উড়ে।
এমনই কতো মান-অপমান রাত্রিদিনে,
ভুল ভেবেছিস,নিসনি তো তার স্বত্বা কিনে।
সব শেষে তোর অনাদর আর নির্মমতায়,
বাধ্য হল আগুন দিতে প্রেমের খাতায়।
হায় বেচারা! না হোক মানুষ,রোবট তো নয়,
তোকে করতো পুজো দেবীর মতো সকল সময়।
হৃদয়হীনা,কোন কারণে সব ভাসালি সর্বনাশে,
তোর সুখ অভিসার ঠিক পোড়াবে  তপ্তশ্বাসে।
                      তৈরি থাকিস।।