আমি তোর শিখা হবো
পথ হারা রাতিতে,
চিনে  নিবি  অলিগলি  
জ্বলে ওঠা বাতিতে।


আমি তোর নদী হবো
বয়ে চলা জীবনে,
ধুয়ে দেবো সব জ্বালা
সুখ  অবগাহনে।


আমি তোর দুল হবো
তোর  নাকফুল হবো
তোকে ছুঁবো মধুময় প্রীতিতে।
কপোলের তিল  হবো
দু'চোখের  ঝিল হবো
রবো তোর মাখামাখি স্মৃতিতে।


আমি তোর আলো হবো
দু'চোখের জ্যোতিতে।
নিয়ে যাবো বহুদূর
সীমাহীন গতিতে।


আমি তোর পাখা হবো
কাঠফাটা গরমে,
বাঁকা ঠোঁটে হাসি হবো
অবনত শরমে।


তোর ঘরে দ্বীপ হবো
কপালের টিপ হবো
শোভা হয়ে রবো তোর ললাটে।
আমি তোর ছায়া হবো
মাখামাখি  মায়া হবো
রবো তোর  জীবনের মলাটে।
------++++-----