তোকে খুব ভালোবাসি তাই
হয়তো খুব সন্দেহ করি,
তোকে জীবনের শেষ ও
একমাত্র আশ্রয়স্থল মনে করি,
তাই হয়তোবা হারাবার খুব
ভয় করি। আর সেজন্যই  
বুঝি তোকে সন্দহ করি।
হয়তোবা তাই তোকে চোখে
চোখে রাখি, খুব আগলে রাখি।


পাগলীটা;
শুধু সন্দেহটাই দেখলি,প্রেমটা
দেখলি না? সন্দেহটাই তো
ভালোবাসার অলংকার।
যে প্রেমে কোন সন্দেহ নেই,
সেখানে তো হারাবার ভয়ই নেই।
সেটা কোন প্রেম হলো বল?
তুই আমার অন্ধের যষ্টি।
তুই ছাড়া আমি অচল,আমার
নাওয়া, খাওয়া ইবাদত সবই
অনিয়ম হয়ে যার তোর সামান্য
অবহেলায়। তোকে আমি
পাগলের মতো ভালোবাসিরে,
তাইতো এতো উপেক্ষার পরেও
ডানা ভর্তি নির্মোহ প্রেম নিয়ে
তোর আকাশে উড়তে আসি,
তোর আলতো মেঘে পাখনা
ভেজাই গাঙচিলের মতো।
এমন পাগলা ভালোবাসা
যে মানুষকে জঘন্য করে দেয়,
আমিই তার বাস্তব উদাহরণ।


এখন তোর প্রতি আমার আর
কোন সন্দেহ নেই,তাই তোকে
হারাবারও আর কোন ভয় নেই।
এই জঘন্য আমি আজ তোকে
মুক্তি দিলাম। সরে গেলাম তোর
জীবন থেকে অনেক অনেক
দূরে। ভালো থাকিস, খুব ভালো।
শুভ হোক তোর বাসর বার্ষিকী।
--------+++++--------