তুমি ডাকবে বলে
       - ইয়ামিন বসুনিয়া
****************************
ভেবেছিলাম তুমি ডাকবে,
ডাকলে না, আমার ফেরাও হলো না আর।
ভেবেছিলাম বোশেখের ভয়াল রোদ্দুরে ক্ষয়ে
যাওয়া সূর্যটা যখন দিগন্ত রেখার ওপারে
নিজেকে সমর্পণ করবে অস্তরাগে,
তোমার রাগ মিটে যাবে।
তুমি ডাকলেই তোমার প্রসস্থ ললাটে সূর্যের
টিপে দীপ জ্বেলে দেবো সেই মোহনীয় রাতে।
তুমি ডাকলে না,
আমার ফেরাও হলো না আর।


অথচ আমি জীবনের কতো বসন্ত পুড়িয়ে
ছাই থেকে তুলে নিয়েছি হলুদের আস্তরণ,
তোমার ললাটে ছোঁয়াতে হলুদাভ  রাজটিকা।
আমি আমরণ অপেক্ষার বিষাক্ত প্রহর বেচে
রামধনু থেকে কিনে নিয়েছি টুকটুকে লাল রঙ,
তোমার পায়ে আলতা পরাবো বলে।
তুমি ডাকলে না,
আমার ফেরাও হলো না আর।


যদি মান ভেঙে কাছে আসো কভু,
আমি নাব্য নদে বান ডাকাবো ফের।
উন্মাতাল ঢেউয়ে দু'কূল ভাসাবো আদরের টানে,
তোমার ষোড়শী যৌবন।
যদি অভিমান ভুলে বুকে তুলে নাও,
উচ্ছ্বসিত আমি আবার চালাবো মহাকাশ
জয়ের দুঃসাহসিক অভিযান।
এই চেয়ে দ্যাখো,
আমি তোমার ফেরার পথে আজও অপেক্ষমাণ,
তারার মালায়,
বরণডালায় সেই ত্রিবেণীর মোহনায়.....