তুমি মোর কোথা থাকো জানে শ্বাস তন্ত্র,
তুমি শুধু তুমিময় মোর হৃদযন্ত্র।
রক্তেরা জানে শুধু তুমি কোথা ভাসমান,
তুমি সাথে আছো বলে শ্বাস আজো চলমান।
রক্তের শ্বেত কণা,লহিতের উপাদান,
তুমি সহ তিন মিলে সব ঠিক গুণ-মান।
যদি বলো মগজটা ভাবে কোন মন্ত্র?
স্পর্শ, অনুভূতি, তুমি স্নায়ু তন্ত্র।


কল্পনা তুমিময়,তুমি থাকো ভাবনায়,
কিবা সুখ,কিবা দুখ,কিবা অতি যাতনায়।
হেরোইন,ইয়াবা নয়তো বা নিকোটিন,
ধরে নাকো কোনকিছু,সব মিছে তুমি হীন।
যদি তুমি হাসো তবে হাসে মোর বিশ্ব,
মুখে যদি জমে মেঘ,আমি থাকি নিঃস্ব।
গরমের এ সি তুমি, শীতে কাঁথা কম্বল,
অভাগার এ জীবনে তুমি শেষ সম্বল।
----------++++++++----------