লোভে হিংসায় কাদা ছোড়াছুড়ি
     জীব মেরে শিবপূজা,
পঙ্কিল  মনে  দিবা  অবসান
     কবে হবে তোর বুঝা?


কণ্টকময়  পথে  মনসার  ফণা
     ওতপেতে থাকে যদি,
শোন হে সুজন থামা নয়  তবু
      পাড়ি দিও নীলনদী।


ঝড়  ঝঞ্ঝার  নিকষ  তিমিরে
      গরজে গগন ভারী,
বিজলি  প্রভায়  সচকিত হয়ে
     দেখে নিও পথ তারি।


বন্ধুর  পথে  সকলই  কুজন
   তোমার কি যায় আসে,
দূরদর্শী  দৃষ্টে  উদার  চিত্তে
  ফেলে রেখে যেও পাশে।


ওহে গুণী শুন, ওহে মহাজন
     করে দাও সবে ক্ষমা,
নাদানের বিদ্বেষ সুগভীর হৃদে
     কি লাভ রাখিয়া জমা।
-------++++++--------