উদাত্ত আহ্বান  
            - ইয়ামিন বিসুনিয়া
**************************
দূর আকাশে মেঘের ফাঁকে চাঁদ উঠেছে ওই,
কালকে থেকে সিয়াম শুরু কইরে তোরা কই?


আজকে থেকে সেকল বাঁধা শয়তানেরই পায়,
মানবরূপী দানবগুলির লজ্জা যেন হয়।


সিয়াম হল ফরজ আমল সবার জানা চাই,
সুস্থ সকল বালেগ মানুষ করবে সিয়াম ভাই।


সিয়াম মানে শুধু শুধুই নয়তো উপোষ থাকা
নিজের মাঝের দস্যুটাকে বন্দি করে রাখা।


বছর ধরে করছি যত মন্দ - হীন  কাজ,
সে সব থেকে ক্ষমা চাওয়ার সময় এলো আজ।


ধূমপায়ী সব ভাইরে বলি আর খেও না ছাই,
সব খারাপি ছাড়ার লাগি এমন সুযোগ নাই।


ওয়াদা কর ঘুষ খাব না,নয় ব্যাভিচার কোন,
জুলুমবাজের কঠিন সাজা ওহে মুমিন শোন।


কসম কর আজকে থেকে সুদ খাব না আর,
তওবা কর খোদার কাছে,মুক্ত ক্ষমার দ্বার।


রবের বিধান পরদা,নামাজ এ মাস থেকেই ধর,
আল-কোরানের মধুর বানী অধিক হারে পড়।


আল্লাহ দিবেন নিজের হাতে রোজার পুরস্কার,
সিয়ামকারীর জন্য খোলা রাইয়ান নামক দ্বার।
--------------+++++++-----------