উদ্দেশ্যহীন যাত্রী
                    
একাকীত্বই এখন জীবনের একমাত্র
বিশ্বস্ত সঙ্গী।তমসাচ্ছন্ন মহানিশার
নিবিড় নিস্তব্ধতার সাথে প্রতিনিয়ত
চলে একান্ত কথোপকথন।


দোদুল্যমান অন্তর সিদ্ধান্তহীনতায়
খাবি খায় বারংবার।
যেন প্রচন্ড ঝড়ের রাতে আশ্রয়হীন
অসহায় কানাকুয়া ডানা ঝাপটায়
বাঁচার প্রত্যয়ে।


সূর্যাস্তের সাথেই প্রস্ফুটিত সন্ধ্যা
মালতী মোহনীয় করে রাতের আঁধার।
মধ্যরাতে পূর্ণযৌবনা মালতীর
শিশির স্নাত পুষ্ট প্রতিটি পাপড়ি  
প্রভাতের প্রাক্কালেই আত্মত্যাগে
ধন্য হয় লজ্জা বা ঘৃণায়।


পূর্ণিমা রাতেও শুভ্র বকুলের উগ্র
গন্ধে আর হরষিত হয়না অন্তঃপুর।
আজকাল মেলাবাড়ির মাদল কিংবা
সানাইয়ের মূর্ছনায় পাই শ্মশানের  
আহাজারি।


এখন তোমার সৃষ্ট নিম্নচাপের প্রভাবে
জলোচ্ছ্বাস চলে আমার উপকূলে।
প্লাবিত হয় হৃদয়ের বন্দর।
ভেসে যায় উপত্যকা-অন্তরীক্ষ,
আমি ভাসি না।
তোমার মোহময় প্রেমের মহাসমুদ্রে
সাঁতার দিয়েছি সেই কবে.....
আজ আবধি ভেসেই চলেছি
উদ্দেশ্যহীন অজানা গন্তব্যে।


সাঁতারের উপরে তো আর পানি নেই, তাই না?
আজ তোমার বিন্দু ভালোবাসাকে
সিন্ধু ভেবে সাড়া দিতে প্রস্তুত
মহাকালের নিশ্চিত আহ্বানে.......
----------+++++--------------