হায়!
আমি যদি আমি না হয়ে তোমার হাতের মুঠোফোন হতাম!
তবে কতোই না মজা হতো।
তুমি ওটাকে কতো যত্ন কর।
হাতের ঘামে না ভেজে,স্ক্রিনে দাগ না পড়ে
তাই স্ক্রিন প্রটেকটর লাগিয়েছ,
যা সর্বদা মুছে রাখো আঙুলের আলতো ছোঁয়ায়।
অথচ তোমার ক্রমাগত উপেক্ষা আর অবহেলার আঁচড়ে
বিক্ষত হৃদয় আমার,আজও তেমনই উপেক্ষিত।


ফোনে বুক কভার লাগিয়েছ,পড়ে গিয়ে না ফাটে,না ভাঙ্গে তাই।
তার নিঃছিদ্র  নিরাপত্তার জন্য কতো সুচতুর পদক্ষেপ তোমার।
অথচ তোমার ভাবলেশহীন বাঁকা কথার আঘাতে আমার
পাঁজর ভেঙ্গে ধসে পড়ার উপক্রম।
বেখেয়ালি,আজো তা রয়ে গেল তোমার অন্তর দৃষ্টির অন্তরালে।


আমার সারাদিনের শ্রমে আবিষ্কৃত তোমার পছন্দের রঙের ফুল
অথবা পাখি তোমার ঠিকানায় পাঠিয়ে দেই কাক ডাকা ভোরে,
সাথে আমার সাধ্যে লেখা শ্রেষ্ঠ দু'কথার সুপ্রভাত বাণী।
এই প্রত্যাশায়,যেন আমার মুখ দর্শনে তোমার সূর্য ওঠে।


সূর্য ওঠে নিয়ম মাফিক।
সময়ে ব্যস্ত হয়ে পড়ে কোলাহল মূখর পৃথিবী।
আমার ভাগ্যে তোমার দর্শন মেলে না।
তোমার প্রথম দর্শনে তৃপ্ত হয় সৌভাগ্যবান ফেইস বুক,
ও তার বন্ধুরা।
তোমার নেশাতুর চোখ ওখানেই নিবিষ্ট থাকে,
তুমি অতি ব্যস্ত থাক লাইক,কমেন্ট,শেয়ার অথবা মেসেঞ্জারে।
আর আমি?
ফোনের আলো জ্বেলে অতি যত্নে দৃষ্টি নিবন্ধ রাখি ফোনের পর্দায়।
তুমি কখন এসে আমার পাঠানো মেসেজ পড়বে,
ফুল দেখবে,পাখি দেখবে।
তারপর আমাকে লিখবে প্রভাত বার্তা।
অতঃপর ফোনে বেজে উঠবে সেই চিরচেনা সুর.......
তুমি দু'কথায় ভিজিয়ে দিবে আমার পিপাসিত অন্তর।
তুমি আ-সো-না, আ-সো-না.....


যখন তোমার টেবিলে জমা হয় কাজের পাহাড়,
অথবা সামনের দু'চেয়ারে বসে থাকে দু'জন ভদ্র দর্শনার্থী।
তখন তোমার মেসেজ আসে,
"আমি আজ খুব বিজি,খেয়ে নিও"।
তখন যেন আমি মরে যাই,
অন্তঃদহনে দগ্ধ হতে থাকি আমার মাঝেই আমি,আর ভাবতে থাকি....
ইস!
আমি যদি আমি না হয়ে অন্তত তোমার ফেইস বুক হতাম,
তবুও তো আমিই পেতাম তোমার সোনা মুখের প্রথম দর্শন,
আরো পেতাম তোমার অবসরের পুরোটা সময়।


তোমাকে নিয়ে আর আগের মতো ভাবিনা,
দেখিনা তোমার অনলাইন স্ট্যাটাস।
তাতে শুধু কষ্টই বাড়ে বুকের গহীনে।
কানাকুয়ার চোখে পূর্ণিমার চাঁদের কি মূল্য আছে বলো?
প্রত্যাশার দ্বীপে তেল শেষ প্রায়।
শুধু সলতেটা বাকি,খুব ক্ষীণ জ্বলে।
নিভে যাবে যেকোনো সময়।


আমার কাছে আসতে হবে না তোমার।
তুমি ফেইস বুক আর মেসেঞ্জারেই থেকো।
যতক্ষণ তোমার নামের পাশে সবুজ বাতিটা জ্বলবে,
আমার দ্বীপ নেভা অন্ধকারে সেখান থেকেই না হয় আলো নিয়ে
আলোকিত হব।
সেই অনুমতিটুকু অন্তত দিও।
তুমি ভালো থেকো।
-------------------+++++++++++++---------------