কথা দিয়েছিলে রক্ত প্লাবনের পরে
মুক্ত নগরীতে শুরু করবে সুখের আবাস।
কাজলা দিঘির নিটল জলে খিলখিলিয়ে
হাসবে অবারিত জোছনা।
শিরীষ বনে দোলানো বাতাস বেলফুলের উন্মাতাল  
গন্ধে মাতিয়ে রাখবে আমার দখিন দুয়ারী ঘর।
এক চিলতে উঠোনে রাতভর খেলা
করবে অপার স্নিগ্ধতায় দুধেল পূর্ণিমা।
জানালার শার্শিতে ঠিকরে পড়া সে আলোয়
আলোকিত হবে আমার আরাধ্যার
মায়াময় মুখ।


অথচ আজ ফাঁকা পড়ে আছে প্রাসাদোপম
অট্টালিকার বিবর্ণ বেলকনি।
আদিগন্ত দৃষ্টিতে শিরীষ বনে বিদ্রুপের
হাসি হাসে পাণ্ডুর জোছনা।
আজও বেল ফুল ফোটে,
ঝরেও যায় প্রকৃতির নিয়মে,
তবুও আলোড়িত হয় না অন্তঃপুর।


আমার আরাধনায় ফিরে এসো আরাধ্যা.....
সাজিয়ে দিতে আমার জলরঙা জীবন
বাহারি তৈজসে।
আমার তৃষিত চোখ ঘুমোতে চায়,শান্তির ঘুম।
তোমার বুকের গহিনে উষ্ণতার ইন্দ্রজালে....
---------++++++---------