বলছি তোকে ভালোবাসি,
বাসি মানে তুমুল বাসি।
স্বাক্ষী আছে সুরুজ-শশী ওই আকাশে।
প্রমাণ নিবি?
কী চাস প্রমাণ?  
আকাশ সমান এক জীবনে,
তুই বিহনে শ্বাস চলে না।
বুকের খাঁচা, মরা বাঁচা দুটোই সমান।
চাইলে সেটাও দিতে পারি।
ঝুম বরষার এমন দিনে, তুই বিহনে ভাল্লাগে না,
ইচ্ছে করে আদর করি, জাপটে ধরে।


হাত বোলাবো ঝাঁকড়া চুলে,
কানের দুলে আলতো ছোঁয়া।
উঠবে ধোঁয়া চায়ের কাপে মাতাল নেশায়।
চিমটি দিয়ে ঠোঁটের তিলে,
দু'জন মিলে ঝমঝমিয়ে জল নামাবো।
টিনের চালে ছলাৎ ছলাৎ।
জলের তোরে নেশার ঘোরে
যাকনা ভিজে ভেতর-বাহির, ঝাপটা এসে।
থোরায় কেয়ার...!
শিরায় শিরায় মর্মপীড়ায়
চলবে শ্বাসের ভাগাভাগি, গরমগরম।
লজ্জা-শরম বিকিয়ে দেবো এক নিমিষে।  


একটা জীবন শিশির সমান,
তোর সোহাগে কাটিয়ে দেবো।
থাকবো জুড়ে বুকের কুলায়
নয়তো যাবো  ইটের চুলায়,  
সাধের জীবন মিটিয়ে দেবো, ভষ্ম হবো,
যা বলি তা করেই ছাড়ি,
মনে রাখিস।