আকাশ  ভরা তারার  মেলা
চাঁদের  সাথে মেঘের খেলা,
নীল জোছনা পড়ছে  ঝরে
শ্যামলা সবুজ ঘাসের পরে।
মনের আকাশ বেজায় কালো
কোথাও কোন নেই যে আলো।
শুকনো পাতার বিলাপ শুনি
দাওয়ায়  বসে  দিন যে গুণি,
তুমি আসোই না-আসোই না
আসবে না আর যেন;
আমার ভাল্লাগেনা কেন?


সাঁঝের  হাওয়া বইছে ধীরে
এমন  উদাস  সাগর  তীরে।
ঢেউগুলো আজ বাঁধনহারা
ছুটছে যে তাই পাগলপারা।
আমার  আমি  ভীষণ  একা
আর হবে না  তোমার দেখা।
দূর  সীমানায় দু'চোখ রাখি
হাত বাড়িয়ে তোমায় ডাকি।
তুমি শোনই না - শোনই না,
শুনবে না আর যেন;
আমার ভাল্লাগেনা কেন?
-------++++------