থাক না আমার মনের মানুষ আমার ছেড়ে,
দেখবো আমি অন্তরালে , কদ্দুরে যায় প্রেমের তরী,কোথায় ভেড়ে ?
দেখবো আমি জিদের নদী
উথাল পাথাল নিরবধি, কতই বহে।
ভালোবাসায় বাঁচার আশায় পাষাণ হৃদয় কতই সহে?
থাকুক না হয় আমায় ছেড়ে যোজন দূরে,
উদয় কি বা অস্তাচলে।
দেখবো এবার নিবিড় চোখে,
কোন ফাগুনে আভিমানের পাহাড় গলে?
নির্জনতার উদাস দুপুর খুন হয়ে যাক অহংকারে,
অবহেলায় প্রেমের বুকে অঝোর ধারায় রক্ত ঝরে।
একগুয়েমী রাগের বসে,ধ্রুবতারাও পড়লে খসে
কার তাতে কি, কি যায় আসে?
প্রতিবারেই আমার জ্বলে, তবে কেন তার জ্বলে না?
প্রেম কি শুধু আমার বেলায়,তার কাছে  কি সব ছলনা?
মাতাল বাতাস আবেগী মন বাড়াক যতই নাড়ির গতি,
মন ভুলানো পানসে আদর, মিথ্যে চুমু- প্রতিশ্রুতি।
ভাল্লাগেনা দ্বৈতরীতি একই মুখে,
মরে গেলেও আর যাবো না,থাকুক সুখে।
মহা সুখে.........
-----------+++++++-------