তুমি আমার কেমন প্রিয়া
         পাষাণ হিয়া,
যা ছিল মোর সকল নিয়া
           কষ্ট দিয়া,
কি পেয়েছ বলতে পারো?
        ক'বার মারো?
ঘাটের মরা,তার'চে ভালো
        জবাই করো।
এমন বাঁচা ভাল্লাগেনা
       শান্তি পাবো।।


তুমি আমার রাগই বুঝ,
       ভাব বুঝ না?
মাতাল প্রেমের টান বুঝ কি?
        তাও বুঝ না?
বাঁকা কথার বাঁক বুঝ না
       প্রেম প্রেয়সী,
নাটাই ঘুরাও মাথায় বসি,
          সর্বনাশী।
ছন্নছাড়া পড়বে ফাঁসি,
        এবার খুশী?


হেরেই গেলাম অবশেষে
         ভালোবেসে।
কে বা জানে,নিঠুর মরণ
        প্রেমের বিষে।
বলবো না আর বাসতে ভালো
         আমার মতো,
চেষ্টা করে বদলে যাবো
        তোমার মতো।
সব হারালাম,কষ্ট দিলাম,
        ক্ষমা করো।।


তুমি আমার মন বুঝ না,
        মান বুঝ না,
ভালো থাকার ভান বোঝ না,
       আর খুঁজো না।
তোমার আমি মরেই গেছি,
         মরেই বাঁচি।
আদুরে গলায় আর বলোনা
         কেমন আছি?
হারিয়ে যাবো,ভবঘুরে,
      ভালো থেকো।।
------++++++-------