উড়নচণ্ডী স্বপ্নগুলো বড়বেশি বেসামাল আজ।
নির্মোহ ভালোবাসার এলোমেলো ভাবনাগুলো
কড়া নাড়ে ক্ষয়ীত স্মৃতির রুদ্ধ কপাটে অনর্গল।
শ্যাওলা আচ্ছাদিত বিশ্বাসের পরিত্যক্ত
দেয়ালটাও আজ বুনো শামুকের একচ্ছত্র দখলে।
রাত্রির নগ্ন অবয়বে সুস্পষ্ট ক্লান্তির বলিরেখারা
খুঁজে ফিরে কোমল শুশ্রূষার এতটুকু আশ্বাস।
তার ঘর্মাক্ত গতর থেকে বায়ুমণ্ডলে ন্যাপথলিনের
গন্ধ ছড়ায় চুইয়ে পড়া  কুহেলিকা।


দুরন্ত কৈশোরের অমোঘ প্রেমে  যুগলহাতে
রোপিত কাঠগোলাপের মুমূর্ষু চারাটা আজ
কুড়ি বসন্ত পরে সাবালক হয়েছে ঢের।
প্রৌঢ় প্রেমের নিবিড় পরাগায়নে সুরভিত সার্থক
কাঠগোলাপটার অকালমৃত্যু হল আচমকা।
অবহেলা আর অবিশ্বাসের বিষবাষ্পে খসে
পড়লো তার কচি কিশলয়,পুষ্প ,পল্লব, যা ছিল সব।
অথচ আমি বিত্তহীন বৈভবে আমার জলরঙা
জীবনের পাণ্ডুর ক্যানভাসে মাত্র একটি
ছবিই এঁকে চলেছি অহর্নিশ,
"আমার ভালোবাসার কাঠগোলাপ"।
---------++++++++---------