আমি কাউকেও ভালোবাসি না।
কারো সাথে আমার কোন প্রেম নেই,
নেই কোন সখ্যতা।
তবে আমি যখন খুব বিষণ্ণ থাকি,
যখন অমাবস্যার অন্ধকার দশদিক  
থেকে আক্রমণ করে একলা আমায়,
আমি দিশেহারা নাবিকের মতো
কিংকর্তব্যবিমূঢ় হয়ে অলস বসে থাকি,
যেন ভীরু, মূক একেবারে গোবেচারা...
তখন একটা নিষ্পাপ মুখ আমার
হৃদয়ের সকল প্রকোষ্ঠে আলো
জ্বেলে দেয়, দূর করে সকল অন্ধকার।
হৃদয়ের উষ্ণতা দিয়ে আমাকে সচল
করে।
ও আমাকে চিমটি কেটে জাগিয়ে
তোলে,আমি প্রাণ ফিরে পাই,
ও ই যেন আমার সকল শক্তির উৎস,
আমার সকল কাজের উদ্দীপনা।


আমি কাউকেও ভালোবাসি না।
কারো সাথে আমার কোন প্রেম নেই,
নেই কোন সখ্যতা।
তবে একাকী রাতে ঘুমের ঘোরে যখন
দেখি আমাকে ধাওয়া করছে বিশালদেহী
কদাকার এক দৈত্য
অথবা কোন বিষধর সাপ।
সন্ত্রস্ত আমি প্রাণপণে ছুটেও নাগালের
বাইরে যেতে পারি না,পায়ের সাথে
বেঁধে যায় পা,হোঁচট খেয়ে পড়ে যাই
বারংবার।যেন হাত বাড়ালেই ধরে
ফেলবে আমাকে।
রুদ্ধশ্বাসে আমার হার্ট বিট বেড়ে যায়।
গায়ের ঘামে ভিজে যায় বালিশ ও বিছানা।
আমি সাহায্যের জন্য বুক ফাটা চিৎকার
করেও ব্যর্থ হই,
যখন আমার মৃত্যু অবধারিত........
ঠিক তখনই আরব্য উপন্যাসের মতো
এক ঐশী নারী গায়ে হাত রেখে খুব
যতনে আমার ঘুম ভাঙায়,
আদুরে গলায় বলেঃ
বোকা কোথাকার,কাঁপছ কেন?
ভাবনা কিসের?
তোমার আমি আছি না.....!!


আমি কাউকেও ভালোবাসি না।
কারো সাথে আমার কোন প্রেম নেই,
নেই কোন সখ্যতা।
কিন্তু আমি যখন একলা হাঁটি,
ওই চেনামুখী আমার সাথেই বাম
পাশে হাঁটে।ফোড়ন কেটে বলেঃ
মিনসে পুরুষ, এটাতো মেয়েলি হাঁটা,
পুরুষেরা আর ও জোড়ে হাঁটে।


অফিসের হরদম কাজে যখন আমি
দিশেহারা প্রায়, ভ্যাপসা গরমে ভিজে
যায় বগল ও পিঠ, তখন খুব নিকটেই
আমি ওর কণ্ঠ শুনতে পাই,
খুব শান্ত গলায় বলেঃ
এবার একটু জিরিয়ে নিন না সাহেব!


এমন কি আমার ইবাদত উত্তর
মোনাজাতের হাতে যখন অধীর
একাগ্রতায় দৃষ্টি নিবন্ধ রাখি,
সেই উত্তোলিত করতলে আমি তার
পবিত্র মুখ স্পষ্ট দেখতে পাই,
খুব অভিমানী গলায় বলেঃ
আমার জন্যেও দোয়া করবে কিন্তু.....


এমনি ভাবে আমি পাগলের মতো
সারাক্ষণ ওর সাথে বিড়বিড় করি
গোচর বা অগোচরে।
আমি অজানতেই তাকে আদর করি,
ঠাট্টা, মশকরা, তর্ক এমন কি ঝগড়া
পর্যন্ত করি অথচ কেউ জানে না,
ওই পাগলীটাও না,
জানে শুধু আমার উন্মাদ আত্মা......


আমার চব্বিশ ঘন্টার জিন্দেগিতে
যে সারাক্ষণ সঙ্গ দেয় এই নিঃসঙ্গ আমাকে,
যার নিরলস পদচারণায় মুখরিত
আমার বিরান অন্তর।
দৈবাৎ যার ক্ষণকাল অনুপস্থিতি
আমাকে পাগল করে তোলে,
সে ই তো আমার কল্পনার রানী....


আমি কাউকেও ভালোবাসি না।
কারো সাথে আমার কোন প্রেম নেই,
নেই কোন সখ্যতা।
তবে সেই অদৃশ্য অপ্সরীর সাথে
আমার যে আত্মীক সম্পর্ক,
যে রাগ বা অনুরাগ,
তার নাম যদি প্রেম হয়,
যদি হয় ভালোবাসা তবে আমি তাকে
ভালবাসি,খুব ভালোবাসি,
জন্ম জন্মান্তর থেকে ভালোবাসি।
আমার মুঠো বন্দী  জীবনের চেয়েও
অধিক আমি তাকেই ভালোবাসি।
বেসে যাবো আজীবন........... !!!
----------++++++++----------