কতোদিন গত হলো, গত হলো রাত,
বাতায়নে উঁকি দিতো ক্ষয়ে যাওয়া চাঁদ।
দখিনা সমিরে ছিলো মালতির ঘ্রাণ,
এক তারে বাঁধা ছিল যেন দু'টি প্রাণ।
আমি সব ভুলে গেছি.....
শুনেছি সে ভালো আছে, শপথ ভাঙার ফলে,
তবু কেন মিছেমিছি পুড়ি তলেতলে?
আজ স্বপ্নে দেখেছি বলে....


হৃদয়ে হৃদয় ছিলো, ছিলো মাখামাখি,
কথা ছিল ডানহাতে বেঁধে দেবো রাখী।
জীবন সায়াহ্নে যদি আসে কভু ঝড়,
সেদিনও সে পাশে রবে, হবে নাকো পর।
আমি সব ভুলে গেছি.......
নিজেকে আড়াল করি কতো নানা ছলে,
তবুও বুকের কোণে অবিরত জ্বলে,
শুধু স্বপ্নে দেখেছি বলে.....


ভুলে গেছি তার চাওয়া, তার জন্মদিন,
কী লাভ বাড়িয়ে মিছে জীবনের ঋণ।
স্বপ্নবিলাসী  মন  ভুলে  গেছে  সব,
ভুলে গেছে  জীবনের  সব কলরব।
ভুলে গেছি,
হ্যাঁ সব ভুলে গেছি.....
ভোঁতা অনুভূতি তবু মারে পলেপলে
বালিশ ভেজালো আজ নয়নের জলে।
শুধু স্বপ্নে দেখেছি বলে.....
-------++++------