কি করে লুকিয়ে রাখো,
জ্বালাময়ী কামনার সুললিত
এক মহাসমুদ্র ঐ একজোড়া ঠোঁটে!
যার এক চিলতে হাসিতে আকাশ ছোঁয়া
সপ্তর্ষিমণ্ডল অবলীলায় লুটিয়ে পড়ে
ধূলির ধরায়।


শুভ্র উদরের মোলায়েম ভাঁজে
কি করে আগলে রাখো অষ্টাদশী
ফাগুনের প্রস্ফুটিত কৃষ্ণচূড়া!
যার বিচ্ছুরিত বিভা রোশনাই করে
উদয়াচল।


অর্ধাবৃত পর্বতদ্বয়ের শৃঙ্গ হতে ঠিকরে
পড়ে ঐশ্বরিক জৌলুশ।
শৈল্পিক সুষমায় কি মিহিন কারুকাজ!
যার উর্বর উপত্যকার অলিখিত ভূমে
চলে আমার আজন্ম চাষাবাদ।


মায়া হরিণ,
কি মায়া লুকিয়ে রাখো হরিণ চোখের
ঐ মায়াবী পল্লবে!
ঐ সরু চোখের ডাকাতিয়া ইঙ্গিতে
তন্ময় আমি রূদ্ধশ্বাসে হেঁটেছি এতটা পথ।
আজ বড় সাধ জাগে পদ্ম হয়ে ফুটি।
প্রতিপ্রভাতেই আমার জন্ম হোক তোমার
ঐ জলজ চোখের জোড়া সরোবরে।
----------++++++++--------