তুমি যেমন যাচ্ছ ভুলে রাগ বা ঘৃণায়,
আমিও এখন সুর সাধি না প্রেমের বীণায়।
ভাল্লাগেনা ভিক্ষা চাওয়া ভালোবাসা,
সব ভুলেছি তোমার দেয়া মিথ্যে আশা।


খুব নিজেকে  কাকের মত চালাক ভাবো,
লুকিয়ে রাখা গোস্ত রুটি একাই খাবো!
সব চালাকি লেজের পাখায় আড়াল রাখো,
ধুতরা ফুলে কৃষ্ণচূড়ার আবির মাখো?


হওনা যতই ডন-মাফিয়া,সতর্ক চোর,
আঁধার গেলে একটা সময় আসবে যে ভোর।
আমজনতা জানবে তোমার কীর্তি  গুলো,
খুব যতনে মারবে মুখে থুথু- ধুলো।


ভুল করেছি ভালোবেসে সবটা দিয়ে,
পুড়ছি এখন হৃদয় ভাঙার কষ্ট নিয়ে।
একটা জীবন কবর দিলাম জীবদ্দশায়,
দিন ফুরালো বেভুল পথে ভ্রান্ত আশায়।
-----------+++++++----------