======অভিমানি ঋতু======
কলঃ-ইয়াসিন সেপাই/08/03/2020
------------------------------------------
ওগো ফাল্গুনী তোমার কথা বলতে গেলে,
বসন্তের মুখ ভার হয় অভিমানে,
মধুবসন্ত দিয়েছি আমি তোমারে,
তবু..ভালো লাগে ফাল্গুনী-কে !


ওগো শিমুল তোমার কথা বলতে গেলে,
পলাশের মুখ ভার হয় অভিমানে,
এত রং দিয়েছি আমি তোমারে,
তবু..ভালো লাগে শিমুল-কে !


ওগো কলকণ্ঠ তোমার সুরে গাইতে গেলে,
পাখিদের মুখ ভার হয় অভিমানে,
এত গান সোনাই তোমারে,
তবু..ভালো লাগে কলকণ্ঠ-কে!


ওগো কৃষ্ণচূড়া তোমার কথা বলতে গেলে,
পল্লবীর মুখ ভার হয় অভিমানে,
এত কলিকা দিয়েছি তোমারে,
তবু..ভালো লাগে কৃষ্ণচূড়া-কে!


ওগো দক্ষিণ হওয়া তোমার কথা বলতে গেলে
কুসুমের মুখ ভার হয় অভিমানে,
এত সুগান্ধী দিয়েছি তোমারে,
তবু..ভালো লাগে দক্ষিণ বাতাস কে!


ওগো তরলমোতি তোমার কথা বলতে গেলে,
মধুলিহ মুখ ভার হয় অভিমানে,
এত পুষ্পমধু দিয়েছি তোমারে,
তবু..ভালো লাগে তরল মতিকে!


ওগো মধুবসন্ত তোমার কথা বলতে গেলে,
চাঁদের মুখ ভার হয় অভিমানে,
এত জোৎস্না দিয়েছি তোমারে,
তবু ভালো লাগে মধুবসন্ত-কে!
        =========================
        রচনা কাল=ফাল্গুন-১১-১৪২৬/
       =========================