আজ দুঃখ নেব..না...খুশি নেব।?
_____________🌙______________
কলমঃ- ইয়াসিন সেপাই
তাং--১৪/০৫/২০২১
-----------------------------
খুশির ঈদে খুঁজে পেলাম ছোট্ট এতিম ভাইকে,
সঙ্গে নিয়ে নামাজ পড়লাম,ঈদগাহের মাঠে,
নামাজ শেষে কোলা-কুলি,মিলন খুশির মুহূর্তে,
এতিম শিশু দুঃখ ভোলাতে নিয়েছি কাছে টেনে,
আল্লাহ তুমি ঈদের দিনে,রেখনা দুঃখ এতিমের।


নবী কুলের শিরোমনি মোঃ, এতিম ছিলেন নিজে,
খুশির ঈদে পায়নি..মাকে,ঈদগাহে যাবার আগে
ভারাক্রান্ত মনটি ছিল,জননীকে না দেখতে পেয়ে-
খুদবা শেষে বার্তা দিলেন, দুঃখ দিওনা এতিমদের,
সৃষ্টিকুলের শিরোমনি জীবন কাটায় মাতাপিতৃহীনে।  


ঘরে ফেরা ঈদগাহ থেকে,নাস্তা সীমাই সাজাতে,
মায়ের হাতে সীমাই যেন,জান্নাতের হতে এসেছে।
সালাম জানাই মাকে আমার,দৃষ্টি ভরে দুই নয়নে,
আল্লাহ-র কাছে চেয়ে ছিলাম ঈদগাহে মোনাজাতে,
দুই হাত ভরে ঢেলে দিলাম,স্নেহময়ী মায়ের আঁচলে।


সৃষ্টির সেরা মানুষ জাতি,ভুলনা জননী নামে মাকে,
মাতাপিতৃহীনে কষ্ট কি অধীতি করো মোঃ জীবনীতে,
জীবন সাজাও মাকে নিয়ে,উৎসর্গ করো পিতৃ চরণে,
ঋণের ধুরা সবহ করো,পিতা মাতার সমাচ্ছন্ন থেকে,
নিলীন হলে আর পাবে না,কেঁদে জীবন ভাসিয়ে...!


ঈদের খুশি বিলিয়ে দাওনা,মনুষ্য জাতির ঘরে ঘরে,
দুঃখ ভুলে গলে গলে, আনন্দ হোক একসাথে মিলে,
মহামারিতে রক্ষা করো,হে মহান রব সকল জাতিকে,
কেউ মরছে হরি নামে,কেউ মরছে কলেমা শাহাদতে,
তোমার রহম না হইলে বাঁচবে কেমনে প্রাণী জগতে।


বন্ধুরা সব সালাম জানায় আলিঙ্গনে,ঈদের খুশিতে,
আজকে মোদের খুশির ঈদ, ভুলে যাও অমিত্র-কে,
আলিঙ্গনে বুকে ধরি,হিন্দু মুসলিম ভাই ভাই একখণ্ডে
মোদের ভারত মোদের আশা, থাকবে একসাথে বাসা
থাকবো মোরা নিশান হাতে,সকল উৎসবে মেলামেশে।।