আমার স্বদেশ....লজ্জিত না হয়.!
কলমঃ- ইয়াসিন সেপাই//
14/06/2022/
ভারত আমার দেশ,বুকে নিয়ে সমাহিত থাকবো মৃত্যুর পরেও, মায়ের সন্তান মায়ের কোলে কিয়ামত হতে,
আমার ধর্ম দিয়েছে বলে,
যতই করো বাহানা.....
হিন্দুস্তান হামারা......
রক্ত দিয়ে স্বাধীন এ-নেছে.....
আমার বাপ ঠাকুর দা।


ভারত মাতার সন্তান আমরা,বলতে হবে এখনও- আমাদের দেশ প্রেমিক.!
দেশ আমাদের মা,মায়ের অপজ্ঞানে বুক কাঁপে না তোমার,আমার মন,এ-কেমন সন্তান.?
বিশ্ব জুড়ে হীনতার ঝড় উঠেছে আজ,ভারত মায়ের নয়-কি লজ্জা.?


কুলাঙ্গার সন্তান প্রমান রেখে যায়, রাজ শুকুনের দল,মসনদে বসে বারে বার,
শুকুনে নজর রাখছে ভাগাড়ে, কটা লাশ পড়েছে কোন সম্প্রদায়ের.!
মানুষ মানুষে যুদ্ধ খেলা,ধর্ম হয়েছে অস্ত্র, ভারত এখন দেশ নয় গো শুধু,ধর্মের মূল মন্ত্র,


মন্দির,মসজি মহামানব ইস্যু নিয়ে,মত্ত সবাই এখন, মায়ের আঁচল তলে রক্তের হোলি মাখামাখি-তে সন্তান নামে কুলাঙ্গার যখন তখন,।


দেশটি ছিল বিশ্বের দরবারে সম্প্রীতিতে মোড়া,হিন্দু ও মুসলিম একে ওপরে মিলেমিশে থাকতাম আমরা,
একই মায়ের কোলে বসে,ধর্মের খেলা খেলছে ওরা, দেখনা গিয়ে দূর্বা কোমলের আগা টেনে,রক্তের তাজা দাগ হিন্দু কি মুসলমান যায় কি চেনা.?


কিসের প্রমত্তায় জর্জরিত তোমরা,দেখোনা খুলে ইতিহাস পড়ে সত্যতা, শত কোটি ভারত সন্তানের বিবেক কি লুপ্ত তোমাদের সৃষ্টির সেরা জীব এই কি নমুনা.?
সোনার ভারত,সোনার সন্তান,তোমাদের কেন এই দুর্দশা,কাঁদছে শুয়ে হাজার শহীদ সমাধিতে,ভুল কি ছিল মোদের ব্রিটিশ হতে ছিনিয়ে আনা স্বাধীনতা..?


নিভৃতে কেঁদে চলেছে হাজার মা এখনকার সময়ে, দেশের আদালত চত্তরে,
আর এক নারীর সব্দবন্ধের অকারণ উচ্চারণের জোরজুলুমের কবলে আজ, বিপদের অপেক্ষায় দিন গুনছে দেশ,কি জানি কার ইশারায়.!
কিসের দেশ,কিসের ধর্ম,সাম্যবাদী দেশে,পশু মরলে কাঁদে আমাদরে মন,মানুষ মরলে কেঁপে ওঠে না গায়ের পশম.?


বাক স্বাধীনতার অধিকার আছে জানি গণতন্ত্র দেশের সংবিধানে, অক্ষর মালা দিয়ে শব্দ টিকা টানতে গেলে, দেশদ্রোহী তকমা দেয় গায়ে সেঁটে,
কিসের নেশায় ধর্ম যুদ্ধে মত্ত আজ মনুষ্য জাতি...বলে দাওনা রাম,রহিম ভারতের মাটিতে দাঁড়িয়ে,
চেয়েছি শুধু থাকতে মোরা এক মুঠো দেশের মাটি সম্বল করে...!
মৃত্যুর পরে সমাহিত থাকবো আমরা...দেশ মানে মা.....
মায়ের বুকে মাথা রেখে মৃত্যুর ঘুমে ।।


স্বদেশ আমার প্রাণ......🇮🇳
স্বদেশ আমার সম্মান.......🇮🇳
স্বদেশ আমার ঈমান.......🇮🇳
স্বদেশ আমার হিকমা.......🇮🇳
জয় হিন্দ...........🇮🇳
-----রচনাকাল-13/06/2022/
পশ্চিমবঙ্গ/কলকাতা/হাওড়া/