অষ্টমীর প্রাতে
                নন্দিনী চলে...
============================
নারীর চিরায়ত মায়াবী রূপ লুকিয়ে থাকে পাড় ভাঙ্গা লাল পেড়ে সাদা শাড়িতে। কপালে এক চিমটে সিঁদুর আর আলতা রাঙ্গা পায়ে গোধূলি আলো যখন বালিকার চিবুক স্পর্শ করে তখন মনে হয় সাক্ষাৎ দেবী স্বর্গলোক থেকে নেমে এসেছেন।।
============================
দুর্গাপূজার প্রভাতে ভেজা চুলে  মানায়
       -----------সখী তোকে।-----------
অষ্টমীর অঞ্জলীতে সাদা শাড়ি চেরি লাল
       -----------পাড়েতে।----------
অঞ্জলীর থালা হাতে এলো চুলেতে
        ----------নন্দিনী সেজে।----
দুধ সাদা আলতা রাঙা পায়ে,হেঁটে চলা
       -----------মেঠো পথে।------
রাজহংসী চলেছে যেন মায়ের চরণে
       -----------অঞ্জলি দিতে।----
নুপুরের শব্দে পায়ের তালে বেজে উঠে
       -----------সুর ও সংগীতে।--
বাঁকানো তোর শরীরের ভাঁজে ওড়ে যেন
       ------------ আঁচল মেঘে।----
ললাটে তোর লাল চন্দন টিপে,ঊষার
       --------- কিরণের ডানা মেলে।-----
শারদ প্রভাতে লাল পাড়ে শাড়িতে সখী
       --------- তুই শুধু আমার যে।।-----
        
          @...ইয়াসিন/৬-১০-১৯/