শিরোনাম- বাবার শ্রেষ্ঠত্ব/
কলমঃ- ইয়াসিন সেপাই/
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
     নিরুগদ্বেগ  ছিলাম ঘুমিয়ে,
বাবা আমার আকাশ সমান,
     হাতটি ছিল যেন বট বৃক্ষের,
দুই আঁখিতে স্বপ্নের ঘোরে,
    ঘুমিয়ে পড়তাম নিশ্চিন্তে,।


বাবার আদর বুকে জড়িয়ে,
    ছুটে বেড়াতাম বিজয়ী উল্লাসে,
সকল দুঃখ ভুলিয়ে দিত,
    বাবা বলতো,ভয় তোর কিসের.?
জীবন আমার, তোর জন্য,
    স্বপ্ন গুলো ধরা এই মুঠোতে।


বাবা তুমি শত কষ্ট বুকে নিয়ে,
     রাখতে আদর যত্নে, সারাক্ষণে,
বাবা আমার মহীয়ান বাবা,
     তুমিই শ্রেষ্ঠ আমার জীবনে
তোমার স্নেহ নরমতা ভরা,
    জগৎ বুকে পাবো কোথায়।


তোমার ডাকের মধুর সুর,
   অনুভবে শীতল হৃদয় বুক,
শত ভিড়ের মাঝে তুমি,
   চিনে নিতে সন্তানের মুখ,
শেষ হলো বাবার খোঁজ,
   মৃত্যু নামে যন্ত্রণার শোক।


এখন বাবা আর ডাকে না,
    আর নেই বুঝি এই পৃথিবীতে,
হাজার সালাম,দরুদ পড়ে,
    উৎসর্গ করলাম বাবার নামে,
দুনিয়া ছেড়ে পাড়ি দিল,
   স্বর্গ লোকে উদ্দেশ্যে নিয়ে।