ভাবিনি ত আমি...!
          কলমে- ইয়াসিন সেপাই
   =========================
ওগো জামীরা আকাশ তোমার চিত্তে, শুভ্র মেঘের পক্ষ,পাছে না খেলা করতো---
তুমি কি আকাশ হতে..?
ওগো নিশীথ কালো আকাশ,তোমার কুলায়, নক্ষত্র পক্ষ,পাছে না উঁকি দিত---
তুমি কি স্বর্গঙ্গা আকাশ হতে..?
ওগো নিগূঢ় আঁধারি আকাশ,তোমার কুলায় চাঁদনী পাছে না জোছনা দিত---
তুমি কি সামিয়ানা হতে..?
ওগো নিঝুম নিশা জোনাকিরা,তোমার কুলায়
মিটি মিটি আলো পাছে না দিত---
তুমি কি জোনাকি নিশা হতে..?


ওগো শ্রাবনের বর্ষণ,তোমার অঝোর ধারায়, ময়ূরী পাছে না পেখম বোনে মেলত---
তুমি কি শ্রাবন ধারা হতে..?
ওগো ঋতু বর্ষা তোমার বরিষন স্রোতে, শিশুর কেয়া পাতার নাও পাছে না দুলে উঠতো---
তুমি কি হর্ষাবেশ ধারা হতে..?
ওগো বৃষ্টি তোমার টাপুর টুপুর শব্দের সাথে,
শ্রাবনীর নুপুর পাছে না বেজে উঠতো---
তুমি কি নির্ঝর্নি হতে..?
ওগো বর্ষার ঘনঘটা তোমার আঁখি বারী শ্রাবন
-ধারা হয়ে পাছে না ঝরে পড়তো---
তুমি কি কবির কবিতা হতে ..?


ওগো জলে ভরা মেঘ বালিকা তোমার সাথে
মিতালিত মেঘ পাছে না মিলিত হতো---
তুমি কি কিশোরী হতে..?
ওগো কেশ বাহারি শ্রাবনী,তোমার কেশে, মেঘ বৃষ্টির হয়ে পাছে ঝরে না পড়তো---
তুমি কি উছল অভীক হতে..?
ওগো মেঘ বরণী কাজল আঁখি,তোমার নয়নে
কাজলা মেঘ পাছে না এঁকে দিত---
তুমি কি কাজল নয়না হতে..?
ওগো ভেজা ঠোঁটের রমণী,তোমার ওই ঠোঁটে
বৃষ্টির ফোঁটা পাছে না পরশ দিত---
তুমি কি করে কামিনী হতে..?
   ------------------------------
  রচনাকাল- ০৮-০৬-২০২০/