বন্ধু পেতিস
                 দেখা নিশিতে===
~~~~~~~~~~~~~~~~~~~


নিশিতে এসো হে মোর প্রিয়_____
রাতে বেলীরা যখন হয় পুস্ফুটিত।
নিশিতে এস হে মোর প্রিয়______
ফুলের গন্ধ যখন ভরে ওঠে বাতাসে।
নিশিতে এস হে মোর প্রিয়______
চাঁদের জোৎস্নায় যখন ভুবন স্নানিত।
নিশিতে এস হে মোর প্রিয়_____
নক্ষত্র আঁধারে অভ্র যখন সজ্জিত।
নিশিতে এস হে মোর প্রিয়_____
থামবে যখন আবলি নিঝুম চারিদিকে।
               ~~~~~~
না পাও দেখা মোর প্রিয়,তখন-
খুঁজে নিও ভোরের নির্মল নতুন বাতাসে।
না পাও দেখা মোর প্রিয় তখন-
খুঁজে নিও পূব আকাশে রবির প্রভাতে।
না পাও দেখা মোর প্রিয় তখন-
খুঁজেনিও প্রথম পুস্ফুটিত পরাগ ঘ্রাণে।
না পাও দেখা মোর প্রিয় তখন-
খুঁজে নিও তরলমতি অঙ্গরূহের বর্ণে।
না পাও দেখা মোর প্রিয় তখন-
খুঁজেনিও ফুল বনে পুলকের আল্পনাতে।
              ~~~~~~~
যদি পেতাম তোমায় বুকের নিড় কুঠিরে- দেখাইতাম অন্তর চিরে।
যদি পেতাম তোমায় নয়ন গভীরে-
দেখাইতাম অশ্রু বারী ঝরিয়ে।
যদি পেতাম তোমায় পথ চলার মাঝে-  
দেখাইতাম পদছিলকা তোমাকে।
যদি পেতাম তোমায় পদ্ম দীঘির ধারে-
দেখাইতাম তোমার চিত্র জলে।।
            ~~~~~~~
এত দিনে বুঝলাম-রে বন্ধু !
নেই কোনো তোর মাঝে,মোর জন্য চিত্তে।
এত দিনে বুঝলাম-রে বন্ধু !
নেই কোনো তোর বিষাদ মনেতে।
এত দিনে বুঝলাম-রে বন্ধু !
নেই কোনো তোর আকুলতা গভীরে।
এত দিনে বুঝলাম-রে বন্ধু !
তোমায় ঘিরে আছে কতশত প্রিয়জনে।।
           ==================
       @...ইয়াসিন /১১-১০-১৯/