❤️বন্দি-----ঈদ❤️
        কলম- ইয়াসিন সেপাই
             29/05/2020
------------------------------------------
সিয়াম শেষে সন্ধ্যার আকাশে,,বাঁকা চাঁদের শিরিন হাসি ছিল---দেখা হলোনা...!
ঈদের সকালে বেতারে ছিল---ঈদের মোনাজাত,শুনতে পেলামনা..!
ঈদের সকালে ভোরের আকাশে সোনালী রোদ ছিল---দেখার হক ছিলোনা...!
ঈদের সকালে আমাদের ঘরে রং ছিল---রঙের রকম ছিলোনা..!
ঈদের সকালে আমাদের ঘরে মায়ের হাতে গোসল ছিল---সুগন্ধি সাবান ছিলোনা..!
ঈদের সকালে আমাদের ঘরে জামা ছিল---নতুন ছিলোনা..!
ঈদের সকালে আমাদের ঘরে আতর ছিল--সুরভিত ছিলোনা..!
ঈদের সকালে আমাদের ঘরে সুরমা দানি ছিল---সুরমা ছিলোনা..!
ঈদের সকালে আমাদের ঘরে মায়ের মুখে হাসি ছিল---চোখে ছিলোনা..!
ঈদের সকালে আব্বার মাথায় টুপি ছিল---পরনে পাঞ্জাবি ছিলোনা..!
ঈদের সকালে আমাদের ঘরে নামাজ ছিল---ঈদগাহে ছিলোনা..!
ঈদের সকালে আমাদের ঘরে পাশে পড়শী ছিল---মিলনের তরঙ্গ ছিলোনা..!
ঈদের সকালে আমাদের ঘরে সিমুই ছিল---পরিবেশন ছিলোনা..!
ঈদের সকালে আমাদের ঘরে হাসি ছিল---হাসির উল্লাস ছিলোনা..!
ঈদের সকালে আমাদের ঘরে আমার মায়ের কাছে প্রশ্ন ছিল---উত্তর ছিলোনা..!
ঈদের সকালে আমাদের ঘরে নামাজ শেষে ঠাড় ছিলাম---মোবারকবাদ ছিলোনা..!
ঈদের সকালে আমাদের ঘরে সবাই ছিল---আগের মত সেই ঈদ ছিলোনা..!
এবার ঈদুল ফিতর ত্যাগ করলো,মহামারী দূর করতে---মানব সেবায় দুনিয়ার মুসলমান।।