বৃষ্টি ভেজা
            পদতল
====================


রেখে ছিলাম মনের যত্নে বৃষ্টি ভেজা মাঠে
আমার নর্মসখীর পদদলন রাখা ছিল যোগ স্মৃতি ভেবে,
বর্ষা তুমি করে দিলে ধুয়ে মুছে অধুনা সমতল
পদদলনের স্মৃতি টুকু নিয়ে গেলে কোন গাংয়ে,
আমি যে আজ দিশাহারা খুঁজি এখন কোন খানে।


বৃষ্টি আজ আমার কাছে তুমি যে খুব নিষ্ঠুর
আমার তুমি প্রনয়লীলা স্মৃতি কেড়ে নিলে মোন থেকে
আরকি তুমি ফিরিয়ে দিতে পারবে কি আমার কাছে ?
জানি তুমি ফিরিয়ে দিতে পারবে না আর কোন দিনও,
মরা গাংয়ে ভরিয়ে দিয়েছ আমার স্মৃতি ধুয়ে মুছে।


আবার যদি রেখে দিতে পারি ভেজা মাঠে পদদলন
তখন আমি লিখে নেব মিলন প্রেমের কবির গান
মোনের মাঝে রেখে দেব,আর দেবোনা হতে, সমতল
বৃষ্টি তুমি পারবে না আর করতে আমার প্রেমের সমাধিস্থল।


       @...ইয়াসিন/ রচনাকাল/১৮-০৮-১৯