চেপেরাখা ইতিহাস আজ
                সমাধিত মুসলমান
    কলঃ- ইয়াসিন সেপাই
------------------------------


মৃত্যু যখন হবে মা আমার
থাকবে মাথা তোমার বুকে
ভূশায়িত করবে আমায় সবাই
আমার ভারত মায়ের বুক চিরে,
মৃতের আলয় নাম লিখে যেতে চাই
আমার জননী জন্মভূমি ভারত মায়ের।


মুসলমান ঘরে জন্ম নিয়ে যে আজ
মোনে করি মা ধন্য আমি আজও,
গর্ব করে বলতে পারি মা আজ,
অনন্তকাল শায়িত, থাকবো
তোমার কোলেতে
মাটির সঙ্গে মিশে গিয়েও মা,
করবো রক্ষা, সম্মান ভারত মায়ের ।
ধর্মে দীক্ষায় শিক্ষা যে পেয়েছি আজ
জন্ম ধাত্রী কে জীবন দিয়ে করো তার সম্মান রক্ষা আজ।


তোমার কোলে শায়িত মা, আজও আছে
কত নারী ও পুরুষ, রক্ত ঝরানো মুসলমান বির সন্তান,
অনন্ত কাল থাকবে তোমার বুক জুড়ে মা,
তোমার কোলে সমাধিত ভারত সন্তান।


তারা ছিল নাকো কোন ধর্মের সংগ্রামী মা
চেয়ে ছিলো যে ফিরিয়ে দিতে, ভারত মায়ের সম্মান,
আমরা করেছি মাগো তাদের ধর্মের রঙে বিভাজন আজ।


এই দেশেতে জন্ম আমরা সবাই মাগো
শুনেছি যে মা জন্ম থেকে আজও,
তাই ত আমরা থাকব মাগো, তোমার কোলজুড়ে মৃত্যুর পরেও,
দেখবে সবাই ইতিহাসের পাতা উল্টে  গুন্তির সঙ্গে মিল রেখে,
বলবে সবাই ভারত মায়ের কত শহীদ ছেলে, আছে যে এই মাটিতে,
মৃত্যুর পরেও শায়িত থাকবো মা, তোমার কোল জুড়ে
কবরস্থানে রাখবো আমরা ভারত মাতার নাম লিখে।


মা জননীর জগৎ সেরা ভারত, আমার দেশ
তোমার কোলেতে আমার জীবন শেষ,
শায়িত থাকবো বুকে নিয়ে আমার দেশ
ভাগ্য ভালো মা যে তোমার এই সন্তানের
চিতায় পুড়ে ভস্ম হয়ে যায়নি যে শেষ।


===জয় হিন্দ, ভারত মাতা কি জয়===


        রচনাকাল//-২২-০৮-১৯