দুষ্টুমির~~~~শৈশব
      °°°°°°°°°°°°°°
মেঘের বারি টাপুর টুপুর
         নালায় চলে মোদের নাও রে।
পুকুর ডোবায় খেলছে দেখো,
        দোয়েল শ্যামার দল রে।


বৃষ্টি ভিজে দাঁড়িয়ে আছি,
       মনের সুখে বাড়ির দায় রে।
মাঠের পরে মাঠ ডুবেছে,
      সুদূর প্রান্তর ওই-দেখ রে।
এই জীবনে মোরা সবাই,
     অনেক আনন্দে থাকি রে।


এটাই মোদের সুখের জীবন
         আর পাবো না পরে রে।
কাদা মাটির মাখা মাখি,
        বৃষ্টি ভেজা মোদের মোন রে।


মায়ের কাছে যখন খাই বকুনি,
    তবু ভিজি মোরা মোনের সুখে রে।
শৈশব যে কতো মজার সুখের,
      বুঝবি,বড়ো যখন হবি রে।


বৃষ্টি ভেজা কাদার পথে,
‌ কচু পাতা মাথায় দিয়ে ফেরা রে।
ঘরের উঠোনে দাঁড়িয়ে থাকা,
    মা যে কখন আড়াল হবে রে।


             @...ইয়াসিন/২৫-০৮-১৯