এই পৃথিবী কার...?
       কলঃ- ইয়াসিন সেপাই
            30/03/2020
≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈≈
এই পৃথিবী কার..? কাকে শেষ করছো! তোমরা বাহির দ্বারে এসে,অনবহিত হয়ে এই মহা সংকটে!!


যে পৃথিবী চিৎকার করে বলেছিল, তোমরা এস হে মানব জাতি, আমার এই ঋক্ষ খচিত বিশাল আকাশ তলে সবুজ চাদরের-- বিছানাতে।
তাকে বাঁচতে দাও তোমরা------!


যে পৃথিবী আপন করার জন্য তোমাদের একদিন, মায়ের পেট থেকে ভূমিষ্ট হওয়ার জন্য- আবাহন দিয়েছিল!
তাকে বাঁচতে দাও তোমরা------!


যে পৃথিবী তোমাদের দূষণ মুক্ত শুদ্ধ বাতাস শ্বসনশক্তির অধিকার দিয়েছিল!
তাকে বাঁচতে দাও তোমরা------!


যে পৃথিবী তোমাদের সবুজ অরণ্য ভরা- শোভিত ফুলের বাহারি ও আবাদ দিয়েছে।
তাকে বাঁচতে দাও তোমরা------!


যে পৃথিবী তোমাদের পাহাড়ের বুক চিরে তরঙ্গিত নির্ঝর্নি নয়নাভিরাম দৃশ্য দেখার আবাহন করেছিল।
তাকে বাঁচতে দাও তোমরা------!


যে পৃথিবী তোমাদের মৃত্যুর পরেও নিজের বুকে শায়িত থাকার ভারার্পণ নিয়েছিল
তাকে বাঁচতে দাও তোমরা------!
            --------------
তোমরা ত...কত দূষিত ও কলঙ্কিত করেছ- আমাকে, তবুও ত আপন করে নিয়েছি আমি তোমাদের.!


কেন বোঝনা তোমরা, হে মানুষ্য জাতি, আমি যে আজ মহা সংকটে.!


হে মানুষ্য জাতি তোমরা আত্মস্থতার সাথে থেকো, আমি পুনশ্চ আসিব ফিরাই আগের মতন করিয়া।


আবার তোমরা আগের মতন হাঁসিবে খেলিবে মুক্ত বাতাসে ঘুরিয়া বেড়াইবে দলে দলে।


আমি ত তোমাদের জন্যই আছি,স্রষ্টার দেওয়া দান বিশাল পৃথিবী হয়ে।


বাঁচিবে পৃথিবী,,বাঁচিবে মানুষ স্রষ্টার সৃষ্টি যত আছে মাখলুক জাতি।।
        --------------------------------
         রচনাকাল- 30/03/2020